• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

আমরা যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাই: শিক্ষামন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিতর্ক মানুষকে ভাবতে শেখায়, সূক্ষ চিন্তায় উদ্বুদ্ধ করে। একটি বিষয়কে নানা মাত্রায় বিবেচনা করার সক্ষমতা তৈরি করে। যুক্তি শাণিত হয়, প্রমিত ভাষার ব্যবহারে পারদর্শিতা তৈরি হয়। এজন্য আমরা যুক্তিবাদী মানুষ তৈরি করতে চাই।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শিশু একাডেমিতে ন্যাশনাল ডিবেট ফেডারশন বাংলাদেশ (এনডিএফবিডি) আয়োজিত ১৫তম বিতর্ক উৎসবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে বিতর্ক চর্চা প্রসারিত করা হবে। প্রাথমিক অবস্থায় স্কুল পর্যায়ে বিতর্ক ক্লাব গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর মাধ্যমে ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল প্রজন্ম গড়ে উঠবে। আমাদের সে চেষ্টা চালিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীকে বিতর্কে বিশেষ অবদানের জন্য এনডিএফ আজীবন সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ, বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, এনডিএফ সভাপতি এ কে এম শোয়েব প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here