• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বিএনপির নিয়ন্ত্রণ লন্ডনে, খালেদা পুতুলমাত্র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় না থাকায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দল থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে আছেন। দলীয় কোনো সভায় তাকে দেখা যায় না। তিনি কোনো সিদ্ধান্ত নেন না, সাক্ষাৎ করেন না নেতাকর্মীদের সঙ্গে। বিএনপির পুরো নিয়ন্ত্রণ এখন লন্ডনে। খালেদা জিয়া দলে পুতুলমাত্র।

বিএনপির সব সিদ্ধান্ত আসে লন্ডনে পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। খালেদা জিয়াকে ছাড়াই শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক। দলের কোনো বিষয়ে তিনি খালেদা জিয়াকে হস্তক্ষেপ করতে দেন না। এ নিয়ে বিএনপির সিনিয়র নেতাদেরও কিছু জানান না তারেক রহমান। ফলে তারেক-খালেদার এই দূরত্ব নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমরা বিভিন্ন সময়ে দলীয় বিষয় নিয়ে চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন না। ফলে বাধ্য হয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করতে হয়।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার পাঁয়তারা করছেন তারেক রহমান। বিএনপির পুরো নিয়ন্ত্রণ নিজ হাতে নেয়ার চেষ্টা করছেন তিনি। এজন্য দলীয় সব সিদ্ধান থেকে খালেদা জিয়াকে সরিয়ে রেখেছেন। এতে দিনদিন রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন খালেদা জিয়া।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, তারেক রহমান বিদেশে থেকে দেশের রাজনীতির ধরন বুঝতে পারছেন না। এ কারণে তার অধিকাংশ সিদ্ধান্ত নিজ দলেই বিতর্ক সৃষ্টি করে। শুধু তাই নয়, তারেকের খামখেয়ালির কারণেই গত ১৪ বছরে বিএনপির সবগুলো আন্দোলন-কর্মসূচি ব্যর্থ হয়েছে। এ অবস্থা থেকে কিছুটা উত্তরণে খালেদা জিয়াকে বিএনপির রাজনীতিতে ফিরে আসতে হবে।

Place your advertisement here
Place your advertisement here