• রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৭ ১৪৩১

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কক্সবাজারের টেকনাফে ৩০ হাজার ইয়াবাসহ আবু তৈয়ব নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫। এ সময় আরো একজনকে আটক করা হয়। এছাড়া একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। 

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী। এর আগে, মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটককৃত আবু তৈয়ব হ্নীলা ইউনিয়নের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন নম্বর-২৫৭১৪৯, সি ব্লকের বাসিন্ধা বদিউল আলমের ছেলে এবং সাইফুল ইসলাম একই ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়ার আবু সুফিয়ানের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার জানান, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের উত্তর দেওয়াল সংলগ্ন কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পার্শ্বস্থ পাকা রাস্তায় অভিযান চালায় সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল। এ সময় ৩০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা আবু তৈয়ব ও সাইফুল ইসলামকে আটক করা হয়। এছাড় একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে।  

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here