• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট কৃষিবিদ: পররাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত করে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট কৃষিবিদ। কারণ, কৃষিবিদরা সর্বক্ষেত্রে মেধার সাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। দেশে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি হয়েছে, যার কৃতিত্ব কৃষিবিদদের।

বৃহস্পতিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে এখন অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। ২০৩০ সালে আমরা দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবো।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও কৃষিবিদদের কল্যাণে দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদিত হচ্ছে। ফলে বর্তমানে প্রায় তিন বিলিয়ন ডলারের খাদ্য আমদানি করতে হয় না। এতে আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে উদ্যোগী হয়ে সরকারি-বেসরকারি সহযোগিতায় সিলেট অঞ্চলের অনাবাদি জমিগুলোকে চাষের আওতায় আনতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টির মাধ্যমে আন্তর্জাতিক মানের কৃষিবিদ তৈরি করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. শরিফুন্নেছা মুনমুন, প্রক্টর অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, সহযোগী অধ্যাপক ড. শামীমা নাসরীন, সহকারী অধ্যাপক ড. পার্থ প্রতীম বর্মণ, সিকৃবি শাখা ছাত্রলীগ সভাপতি মো. আশিকুর রহমান (আশিক), সাধারণ সম্পাদক মো. এমাদুল হোসেন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here