• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রামপাল থে‌কে জাতীয় গ্রিডে বিদুৎ সরবরাহ শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কয়লা-সংকটে টানা এক মাস বন্ধ থাকার পর বুধবার রাত সাড়ে ১১টা থেকে ফের উৎপাদনে গেছে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র। উৎপাদন শুরুর পর প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার বাগেরহাটের রামপাল উপজেলার মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট এলাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) প্রকল্প পরিচালক সুভাষ চন্দ্র পান্ডে বলেন, কয়লা-আমদানির পর রাত থেকে নতুন করে উৎপাদন শুরু হয়েছে। কয়লা আমদানির নিয়ে যে জটিলতা ছিল, সেই সংকট ধীরে ধীরে নিরসন হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রের জন্য পরিবেশের কোনো ক্ষতি হবে না।

বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনা প্রতিষ্ঠান বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল আজীম বলেন, রাত সাড়ে ১১টা থেকে আমরা পুনরায় উৎপাদন শুরু করেছি। প্রথমে ১০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হবে। রামপাল বিদ্যুৎকেন্দ্রটি চালু হলে দেশে চলমান লোডশেডিং বন্ধ হবে।

Place your advertisement here
Place your advertisement here