• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাঁধ নির্মাণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: পানিসম্পদ উপমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, হাওরাঞ্চলে কৃষকদের ফসল ঘরে তোলার আগ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। বাঁধ নির্মাণে কোনো প্রকার অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সুধীজন, প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। 

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, নেত্রকোণাসহ সারাদেশে দখল হওয়া সব নদ-নদীতে উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। দখলদার যেই হোক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরই মধ্যে আমরা বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করেছি। আমাদের এই দখলমুক্ত অভিযান চলমান থাকবে।

সভায় প্রশাসনের কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে হাওরের সব বাঁধ নির্মাণকাজ শেষ করার নির্দেশ দেন উপমন্ত্রী। পাশাপাশি নির্মাণ কাজের সঙ্গে সংশ্লিষ্ট পিআইসি কমিটির সদস্যদের সবসময় সজাগ থাকার আহ্বান জানান তিনি।  

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, নেত্রকোণার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here