• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

এক মাস পর আবার উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কয়লা-সংকটে টানা এক মাস ধরে বন্ধ থাকার পর আবারও চালু হলো বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন শুরু হয়েছে।

চালু হওয়ার পর জাতীয় গ্রিডে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে কেন্দ্রটি। পর্যায়ক্রমে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, কেন্দ্রটির প্রথম ইউনিট উৎপাদনে যাওয়ার পর জাতীয় গ্রিডে‌ বিদ্যুৎ সরবরাহ শুরুর মাত্র ২৭ দিনের মাথায় কয়লা-সংকটে বন্ধ হয়ে যায়। ডলার-সংকটের কারণে এলসি জটিলতায় কয়লা আমদানি করতে না পারায় কেন্দ্রের মজুদ শেষ হয়ে গেলে গত ১৪ জানুয়ারি সকালে কেন্দ্রটি বন্ধ করে দিতে হয়েছিল। তবে কয়লা আমদানি শুরু হওয়ায় অবশেষে কাটলো সংকট।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু রাখতে দৈনিক প্রয়োজন পাঁচ হাজার মেট্রিক টন কয়লা। গত ৯ ফেব্রুয়ারি রাতে রামপালে আসে ৩০ হাজার মেট্রিক টন কয়লার জাহাজ। আগামী ১৮ ফেব্রুয়ারি আরও ৫০ হাজার মেট্রিক টন কয়লার চালান আসার কথা রয়েছে।

বাংলাদেশ-ভারতের যৌথ বিনিয়োগে বাগেরহাটের রামপালে নির্মাণ করা হচ্ছে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র। উৎপাদন শুরু হওয়া প্রথম ইউনিটের ক্ষমতা ৬৬০ মেগাওয়াট। আর এখনো বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়নি বাকি ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিট।

Place your advertisement here
Place your advertisement here