• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশে আরো বিনিয়োগ করতে চায় জাপান: নবনিযুক্ত রাষ্ট্রদূত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
বাংলাদেশে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জানিয়েছেন, দেশটির প্রত্যাশিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করতে তিনি জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য উৎসাহিত করবেন। গতকাল বুধবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের জাতীয় উন্নয়নে আরো সম্পৃক্ত হতে চায় জাপান।

রাষ্ট্রদূত চট্টগ্রাম পৌরসভার ড্রেনেজ ব্যবস্থায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বেশ কিছু জাপানি কোম্পানি এখানে বিনিয়োগ করতে আগ্রহী।

নারায়ণগঞ্জ শহর এবং জাপানের নারুতো শহরের মধ্যে মিল রয়েছে উল্লেখ করে তিনি বলেন, একটি শহরভিত্তিক অংশীদারিত্ব চুক্তি হতে পারে, যা উভয় শহরকে উপকৃত করবে।

রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশ থেকে আরো দক্ষ শ্রমিক চায় জাপান। তিনি উল্লেখ করেন, অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ালে আড়াইহাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জাপান বিনিয়োগ বাড়াবে।

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের মতো বড় প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরো মজবুত হবে বলে জানান রাষ্ট্রদূত।

তাজুল ইসলাম তথ্য ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক খাতে সহযোগিতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা জাপানের সহায়তায় বাংলাদেশে চলমান বেশ কয়েকটি প্রকল্পের বিষয়ে কথা বলেন। উভয়েই উন্নয়নমূলক কাজে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন।

Place your advertisement here
Place your advertisement here