• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সার্বক্ষণিক ইরানের পাশে থাকার ঘোষণা চীনের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের চোখ রাঙানিকে পরোয়া না করে ইরানের প্রতি ফের একাত্মতা প্রকাশ করেছে চীন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে একে অপরের পাশে থাকার ঘোষণা দেওয়া হয়েছে।

তিন দিনের সফরে চীনে গেছেন ইব্রাহিম রাইসি। সেখানে গতকাল সির সঙ্গে বৈঠক করেছেন তিনি।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি’র খবরে বলা হয়েছে, শি বলেছেন, বিশ্ব, সময় ও ইতিহাস বদলে যাওয়ার এই জটিল পরিস্থিতিতে ইরান ও চীন একে অপরকে সাহায্য করছে, একাত্মতা এবং সহযোগিতায় একসঙ্গে কাজ করেছে। এ ছাড়া বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি যতই বদলে যাক না কেন, ইরানের পাশে চীন।

বিগত ২০ বছরে ইরানের কোনো প্রেসিডেন্ট চীন সফর করেননি। এছাড়া এমন সময়ে প্রেসিডেন্ট রাইসি চীন সফর করছেন, যখন যুক্তরাষ্ট্র–চীন নতুন করে বাক্‌যুদ্ধ শুরু হয়েছে। ফলে এই সফরকে আলাদাভাবেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রাইসি চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শি জিনপিং উপস্থিত ছিলেন।

চীন ও ইরানের অর্থনৈতিক সম্পর্ক আগে থেকেই বেশ শক্তিশালী। এ জন্য ২০২১ সালে দুই দেশ ২৫ বছরের জন্য ‘স্ট্র্যাটেজিক কোপারেশ চুক্তি’ও স্বাক্ষর করেছে। রাইসির এবারের সফরে আর্থিক ও বাণিজ্যিক খাতের প্রতিনিধিদের সঙ্গে করে নিয়ে গেছেন। এরই মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ–ত্রাণ, সংস্কৃতি ও খেলাধুলার বিষয়ে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।

পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরান, রাশিয়া ও চীনের সম্পর্ক গত এক বছরে বেশ খানিকটা বদলে গেছে ইউক্রেন হামলাকে কেন্দ্র করে। রাশিয়া এই যুদ্ধে ইরানের অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। ফলে পশ্চিমারা নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

আবার সম্প্রতি মার্কিন আকাশে বেলুন ওড়ার ঘটনাকে কেন্দ্র করে চীনকে দোষী করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

এই পরিস্থিতিতে শি বলেন, একতরফাবাদ এবং আধিপত্যবাদ প্রতিরোধ করতে এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে সমর্থন করে চীন।

শি জিনপিং বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা এবং ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার ক্ষেত্রে বহিঃশক্তি যেসব পদক্ষেপ নিচ্ছে, তার বিরোধিতা করে বেইজিং।

পারমাণবিক কর্মসূচিকে ঘিরে ইরান এখনো জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এ নিয়েও গতকাল কথা বলেছেন শি জিনপিং।

তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বাস্তসম্মত ও সঠিক সমাধানে পৌঁছাতে কাজ করে যাবে চীন।

Place your advertisement here
Place your advertisement here