• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

মৎস্যখাতের উন্নয়নে দুই কোটি ৮৭ লাখ টাকা ব্যয় করবে সরকার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

মৎস্যখাতের উন্নয়নে দুই কোটি ৮৭ লাখ টাকা ব্যয় করবে সরকার। এজন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এরইমধ্যে প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে মৎস্য অধিদপ্তর। এই প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে মৎস্যখাতকে মুক্ত করা হবে।

প্রকল্পটি ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের জুনের মধ্যে বাস্তবায়নের কথা রয়েছে।

প্রকল্পের উদ্দেশ্য হলো- উত্তম মাছ চাষ অনুশীলন এবং ফ্লাস্টার অ্যাকোয়াকালচার ফার্মিং বাস্তবায়নে আশিয়ান সদস্য রাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে জ্ঞান ও সচেতনতা জোরদার করা। জলবায়ু-স্মার্ট অ্যাকোয়াকালচার এবং মৎস্য প্রযুক্তির সর্বোত্তম অনুশীলনের মাধ্যমে শিক্ষণসমূহ প্রচার ও সম্প্রসারণ করা। মাছ চাষে বাংলাদেশের সক্ষমতা উন্নত করা। এছাড়া অভ্যন্তরীণ মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা গড়ে তোলা।

মৎস্য অধিদপ্তর জানায়, বাংলাদেশ বিশ্বের অন্যতম মাছ উৎপাদনকারী দেশ। প্রায় দুই কোটি মানুষের জীবিকা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খাত।

অধিদপ্তর আরও জানায়, ২০২০-২১ অর্থবছরে দেশের মোট মাছ উৎপাদন ৪৬ দশমিক ২১ লাখ মেট্রিক টন ছিল। বিশ্বের শীর্ষস্থানীয় মাছ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি, যেখানে মোট মাছ উৎপাদনের প্রায় ৫৭ দশমিক ১০ শতাংশ অবদান মাছ চাষে। ১৯৮৩-৮৪ সালে দেশে মোট মাছের উৎপাদন ছিল ৭ দশমিক ৫৪ লাখ মেট্রিক টন। বিগত ৩৮ বছরে মাছের উৎপাদন বেড়েছে ছয় গুণের বেশি।

মৎস্যখাত জিডিপিতে ৩ দশমিক ৫৭ শতাংশ অবদান রাখছে বলে জানায় মৎস্য অধিদপ্তর।

Place your advertisement here
Place your advertisement here