• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো উচ্চতর পর্যায়ে নিতে চাই

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে চাই। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্সিলর ডেরেক এইচ শোলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ১০০টি নতুন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল হচ্ছে এবং সেখানে তারা বিনিয়োগ করলে খুশি হবো।

রোহিঙ্গা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথমদিন থেকে তারা (যুক্তরাষ্ট্র) আমাদের সাহায্য করে যাচ্ছে। তারা একমাত্র দেশ, যারা এটি অব্যাহত রেখেছে এবং সবচেয়ে বড় দাতা। তারা আমাদের সঙ্গে একমত যে রোহিঙ্গাদের জীবনযাপনের পরিবর্তন করতে হবে। তাদের আশা জাগিয়ে রাখতে হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের পাশে আছে।

যুক্তরাষ্ট্রের কাউন্সিলর ডেরেক শোলে বলেন, অনেক মার্কিন কর্মকর্তা বাংলাদেশে সফর করেছেন এবং আমি এখন এসেছি; এটি বার্তা দেয় যে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। আমাদের মধ্যে সম্পর্ক; রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে বাড়ছে।

ডেরেক শোলে মঙ্গলবার ঢাকায় পৌঁছান এবং বুধবার সকালে একটি হোটেলে পররাষ্ট্র সচিবের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দেখা করার আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডেরেক শোলে।

Place your advertisement here
Place your advertisement here