• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নেদারল্যান্ডসে আবারও কোরআন অবমাননা, নিন্দা জানাল বাংলাদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নেদারল্যান্ডসে আবারও পবিত্র কোরআন অবননার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নেদারল্যান্ডসে এক উগ্র ডানপন্থী কর্মী সম্প্রতি পবিত্র কোরআনের একটি কপি অপবিত্র করার মতো ঘৃণ্য কাজ করেছে। বাংলাদেশ এর নিন্দা জানায়। ‘প্রতিবাদের অধিকার’, ‘বাকস্বাধীনতা’ বা ‘মানবাধিকারের’ নামে নেদারল্যান্ডসে এক মাসের মধ্যে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বিগ্ন।

সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ আবারও সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উসকানি বন্ধ করার আহ্বান জানিয়েছে। বাংলাদেশ একই সঙ্গে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও সব ধর্মীয় প্রতীকের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে।

Place your advertisement here
Place your advertisement here