• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হতে বাধা নেই: ইসি আলমগীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, রাষ্ট্রপতি পদটি লাভজনক নয়। তাই দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি পদে আসীন হতে কোনো বাধা নেই।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

মো. আলমগীর বলেন, দুদকের আইনে বলা আছে কমিশনাররা লাভজনক পদে যেতে পারবেন না। কিন্তু আপনারা জানবেন যে, নির্বাচন কমিশন যখন এটি করেছে, তখন আইন-কানুন জেনেই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিচারপতি সাহাবুদ্দীন যখন রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছিলেন, তখন এ নিয়ে কোর্টে একটি মামলা হয়েছিল। কারণ বিচারপতির ক্ষেত্রেও একই আইন যে, তারা লাভজনক পদে যেতে পারবেন না।

তিনি আরো বলেন, ঐ মামলার রায়ে হাইকোর্ট বলে দিয়েছেন- এতে কোনো বাধা নেই এবং সেই আদেশের বিরুদ্ধে কোনো আপিলও হয়নি। যেহেতু আমাদের সামনে উচ্চ আদালতের একটি সুনির্দিষ্ট উদাহরণ রয়েছে যে- রাষ্ট্রপতির পদকে লাভজনক পদ বলা যাবে না। ঐ রায়ে বলা আছে, লাভজনক পদ বলতে বোঝাবে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের।

ইসি আলমগীর বলেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা কিন্তু প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো কর্মকর্তা-কর্মচারী নন। এগুলো সাংবিধানিক পদ। সুতরাং এটি  লাভজনক পদের সংজ্ঞায় পড়ে না। অতএব এটি মো. সাহাবুদ্দিনের জন্য প্রযোজ্য নয়। তার রাষ্ট্রপতি পদে আসীন হতে আইনি কোনো বাধা নেই।

Place your advertisement here
Place your advertisement here