• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

উন্নত দেশ গড়ার স্বপ্ন এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার দূরদর্শিতা, শান্তি, প্রগতি ও সম্প্রীতির অনুকরণীয় দৃষ্টান্তে উন্নত দেশ গড়ার স্বপ্ন এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার দুপুরে ভোলা জেলার চরফ্যাশনে সরকারি ট্যাফনাল ব্যারেট হাইস্কুল মাঠে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ কে আব্দুল মোমেন বলেন, আমরা ভাগ্যবান জাতি যে, বঙ্গবন্ধুর মতো একজন দেশপ্রেমিক নেতা পেয়েছিলাম। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। 

তিনি বলেন, বঙ্গবন্ধু মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে তার সোনার বাংলা গড়ার স্বপ্ন মুছে দিতে চেয়েছিল। কিন্তু উন্নত দেশ গড়ার স্বপ্ন নিয়ে বিগত ১৪ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন করেছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দৃঢ়তার কারণে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকারের কোনো হাত নেই। করোনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক তানভীর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন আবদুল্লাহ আর ইসলাম জ্যাকব। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আক্তারুজ্জামান, জেলা প্রশাসক (ডিসি) তোফিক-ই-লাহী চৌধূরী, পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here