• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ঢাকায় এলেন মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্সিলর শোলেট

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

মার্কিন পররাষ্ট্র দফতরের কাউন্সিলর ডেরেক এইচ শোলেট দুইদি‌নের সফ‌রে মঙ্গলবার বিকে‌লে ঢাকায় পৌঁ‌ছে‌ছেন। এসময় হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ এ উপদেষ্টার সফ‌রে দুদেশের সম্পর্ক উন্নয়ন ছাড়াও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পা‌বে।

সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন শোলেট। এছাড়া একই দিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে সন্ধ্যায় শোলেটের ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক একটি সূত্র জানায়, দ্বিপা‌ক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপা‌শি রোহিঙ্গা ইস্যুতে গুরুত্ব দেবেন শোলেট। তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা, প্রত্যাবাসনে কীভাবে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করা যায় ও বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনের বিশেষ উপদেষ্টা শোলেট। সেজন্য শোলেটের সফরটা গুরুত্বপূর্ণ। যদিও সেটি সম্প্রতি ঢাকা সফর করে যাওয়া ডোনাল্ড লুর মতো গুরুত্বপূর্ণ নয়।

শোলেটের সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, মূলত রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দেওয়া হবে। এর বাইরে দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হবে। আমরা অবশ্যই আমাদের অগ্রাধিকারের বিষয়গুলো আলোচনায় তুলব।

Place your advertisement here
Place your advertisement here