• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশ-ভিয়েতনাম কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে লোগো উন্মোচন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

                       
কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেছে বাংলাদেশ ও ভিয়েতনাম। সোমবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ লোগো উন্মোচন করা হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এ লোগো উন্মোচন করেন। 

দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত। পররাষ্ট্র সচিব দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন। তিনি দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দেন।

মাসুদ বিন মোমেন দুই দেশের সুবর্ণজয়ন্তীকে আরও সফল ও স্মরণীয় করে রাখতে বছর জুড়ে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেন। এদিকে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী পৃথক পৃথক বার্তায় একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। উভয়পক্ষ আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

Place your advertisement here
Place your advertisement here