• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

‘দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে। ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জনস্বাস্থ্য বিষয়ক সংসদীয় ফোরামের আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক সভায়’ তিনি একথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান আহমেদ বলেন, দেশের কাঙ্খিত উন্নয়নে নতুন প্রজন্মকে সুস্থ ও সবল হতে হবে। তামাকজাত পণ্যের ব্যবহার এ ক্ষেত্রে অন্তরায়। প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান জনস্বাস্থ্যের জন্য হুমকি। কোমলমতি শিক্ষার্থীরা যেন ধূমপান ও মাদকদ্রব্য থেকে দূরে থাকে সে বিষয়ে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব শ্রেণির মানুষকে সচেতন থাকতে হবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গঠনে তামাকচাষে ব্যবহৃত জমিতে বিকল্প কৃষি পণ্যের চাষাবাদ বাড়াতে হবে।

অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিষয়ক সংসদীয় ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত সভাপতিত্ব করেন।

Place your advertisement here
Place your advertisement here