• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সুযোগ নেই: আইনমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির দুঃশাসনের কারণে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিলো। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সেটি বিলুপ্ত হয়েছে। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার আর কোনো সুযোগ নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে।

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সংলগ্ন মাঠে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আধুনিকায়নের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ কারো দয়ায় স্বাধীন হয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের উন্নয়ন কেবল আওয়ামী লীগের মাধ্যমেই সম্ভব। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুসহ বড় বড় প্রকল্প করে মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন শেখ হাসিনা। সব উন্নয়ন শেখ হাসিনার আমলেই হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এমপি উকিল আবদুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা আক্তার (শিউলী আজাদ), ডিসি মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকার, এসপি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

Place your advertisement here
Place your advertisement here