• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

মার্চ-এপ্রিলে ভারত থেকে পাইপলাইনে তেল আমদানি উদ্বোধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ভারত থেকে তেল আমদানির বিষয়টি ভালো অগ্রগতি হয়েছে। আশা করছি, আগামী মার্চ বা এপ্রিলের দিকে এটির উদ্বোধন হবে। এজন্য দুই দেশই প্রস্তুত আছে।

শনিবার সন্ধ্যায় সৈয়দপুর সড়ক ও জনপথ বিভাগের রেস্টহাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, চিলাহাটির সঙ্গে আশপাশের দেশের মধ্যে যে কানেক্টিভিটি, বিশেষ করে মোংলার সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয় এর আগে কল্পনা করা যায়নি। পদ্মাসেতুর কারণে এই কানেক্টিভিটি উত্তরণের জন্য যা যা দরকার, সব করা হবে। এজন্য বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে। এসব অবকাঠামো করতে পারলে দ্রুত এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন হবে।

রংপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ ও বৃহৎ উন্নয়নের অগ্রগতির প্রশংসা করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, রংপুর বিভাগের সড়ক বিভাগ, এলজিইডি, খাদ্য, কৃষিসহ অন্য সব ডিপার্টমেন্টে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে যে টার্গেট নির্ধারিত আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জনে তারা কাজ করে যাচ্ছে। এছাড়া এসব কাজে তারা স্থানীয়ভাবে কখনো কোনো সমস্যায় পড়েনি। সরকারের যথাযথ নির্দেশনা তারা পালন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন— পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, রংপুরের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here