• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে দেওয়া হবে না: পরিবেশমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করতে দেওয়া হবে না। শনিবার মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদে বড়লেখা সদর ইউনিয়ন শাখা আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, কেউ উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে চাইলে বর্তমান সরকারের আওয়ামী লীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন ঘরে বসে থাকবে না। বাংলাদেশে ২০১৩-১৪ সালের মতো তাদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে এবং দেশকে জঙ্গিদের দেশে পরিণত হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। উন্নয়নের এ বার্তা প্রতিটি ঘরে পৌঁছাতে হবে। 

সমাবেশে বড়লেখা সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস সালাম সঞ্চালনা করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here