• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বাংলাদেশের ২০২২ সালের উন্নয়ন-অগ্রযাত্রা উদযাপন     

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

   

বাংলাদেশের ২০২২ সালের উন্নয়ন-অগ্রযাত্রা উদযাপন করেছে আমরা মুক্তিযুদ্ধ নামের একটি সংগঠন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠা এ সংগঠন দেশের তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে কাজ করছে বলে জানান আয়োজকরা।

গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি৷

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এ সেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেখানে বঙ্গবন্ধু বাঙালির আশা-প্রত্যাশার ভাষণ দিয়েছিলেন৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে আজ থেকে ৮০ বছর আগে, কিন্তু সেসব দেশে এখনও সৈন্য রয়ে গেছে। কিন্তু মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ থেকে মাত্র তিন মাসের মধ্যে সৈন্য প্রত্যাহার হয়েছিল৷ এটা সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর জন্য৷

মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দেশের সূর্য সন্তানদের এ সংগঠন দেশের অর্জনে যারা ভূমিকা রেখেছে তাদের সম্মাননা জানিয়ে জন মানুষের অনেক কাছে যেতে পেরেছে৷

অনুষ্ঠানে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের অগ্রযাত্রায় নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননা দেওয়া হয়৷ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রধানমন্ত্রীকে দেওয়া এ সম্মাননা গ্রহণ করেন৷ এছাড়া পদ্মা সেতুর প্রকৌশলী হিসেবে ভূমিকা রাখায় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়৷

এছাড়া পদ্মা সেতুর প্রকৌশলী দলের সদস্যসহ সম্মাননা জানানো হয় আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড- ২০২১ এ স্বর্ণপদক জয়ী, সাফ চ্যাম্পিয়ন হওয়ায় নারী ফুটবল দল, নাসা চ্যালেঞ্জ অ্যাপ প্রতিযোগীতায় পুরস্কার পাওয়া বাংলাদেশি শিক্ষার্থী, ল্যানসেটের তালিকায় বিশ্বের সেরা দশ বিজ্ঞানীর মধ্যে বাংদেশের ড.সেঁজুতি সাহা, আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশি শিক্ষার্থীদের।

Place your advertisement here
Place your advertisement here