• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল: টেলিযোগাযোগমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বিদ্যমান শিক্ষা ব্যবস্থা আগামীর প্রযুক্তিসভ্যতার চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী নয়। আগামী দিনের শিক্ষা হবে সম্পূর্ণ ডিজিটাল। নতুন প্রজন্মকে ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে প্রযুক্তি ব্যবহারে নিজেকে টিকে থাকার উপযোগী করে গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে আয়োজিত ‘ডিজিটাইজেশনে বাংলাদেশ ও শিশু-কিশোরদের মেধা বিকাশে বিজয় শিশুশিক্ষার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষার ডিজিটাল রূপান্তরের কাজ শুরু করেছে। এরই মধ্যে দেশের দুর্গম অঞ্চলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার ডিজিটাল রূপান্তরের সুযোগ পৌঁছে দিতে ৬৫০টি প্রাথমিক বিদ্যালয় এবং পার্বত্য অঞ্চলের ২৮টি পাড়া কেন্দ্রে ডিজিটাল শিক্ষার অভিযাত্রা শুরু হয়েছে।

শিশু কিশোরদের উদ্দেশে তিনি বলেন, তোমারাই হচ্ছ স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার বড় শক্তি। তোমরা যদি ডিজিটাল দক্ষতা অর্জন না করো, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার না জানো, তবে আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হবো না।

এ সময় উপস্থিত ছিলেন- কবি নজরুল শিশু দিগন্তের সভাপতি রায়হানা খাতুন, বিজয় ডিজিটাল’র প্রধান নির্বাহী জেসমিন জুঁই, সুবিধাবঞ্চিত অঞ্চলে শিশুদের মধ্যে ডিজিটাল শিক্ষা বিস্তার সংক্রান্ত প্রকল্পের পরিচালক প্রকৌশলী আবদুল ওয়াহাব, বাংলাদেশ শিশুমেলা সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল্লাহ আনসারি, আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here