• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

করোনার ঝুঁকি: রেলপথে বাংলাদেশে পণ্য পাঠাচ্ছে ভারত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা সংক্রমণের ঝুঁকি বিবেচনায় পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে পেট্রাপোল বা হিলির মতো আন্তর্জাতিক স্থলবন্দরগুলো খুলছে না। ফলে বাংলাদেশে পণ্য পরিবহনের জন্যে এখন রেলপথকেই বেছে নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, দেশটির নাসিক থেকে ইতোমধ্যেই ২ হাজার টন পেঁয়াজের চালান নিয়ে একটি মালগাড়ি বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। রমজান মাসে পেঁয়াজের দাম কমাতে এই চালান সাহায্য করবে বলে আশা করছে দুই দেশ। 

বাংলাদেশে মালপত্র পাঠানোর ক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে এই মর্মে চিঠি দিয়েও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে টলাতে পারেনি দিল্লি। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে জানান, তারা এখনই স্থলবন্দর খুলে দিতে রাজি নন। ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে অনেকগুলো ইস্যু জড়িত। সেগুলো বিবেচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে।

এর পরই সড়কপথের বিকল্প হিসেবে দিল্লি রেলপথের কথা ভাবতে শুরু করে ভারত সরকার। সেই অনুযায়ী নাসিকের কাছে লাসলগাঁও স্টেশন থেকে সোমবার পেঁয়াজের একটি মালগাড়ি রওনা দেয়

ভারত-বাংলাদেশ সীমান্তের দিকে। ৫৬ ঘণ্টার যাত্রা শেষে সেটি গত বুধবার সীমান্তের গেদে-দর্শনা চেকপোস্টে পৌঁছেছে বলে জানা গেছে। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত রেলপথে পণ্য পরিবহনের কথাই ভাবছে দুই দেশের সরকার।

Place your advertisement here
Place your advertisement here