• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

পৌনে ৫ কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা ভাইরাসের দুর্যোগে সারাদেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে এক কোটির বেশি পরিবারে প্রায় পৌনে পাঁচ কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার।

৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৪ মে পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে এক লাখ ৫৩ হাজার ২১৭ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে প্রায় এক লাখ ২২ হাজার মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা ১ কোটি ৫ লাখ ৫৫ হাজার এবং উপকারভোগী লোকসংখ্যা ৪ কোটি ৭১ লাখ জন।

নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৮৫ কোটির বেশি টাকা। এরমধ্যে জি আর নগদ বরাদ্দ দেয়া হয়েছে ৬৭ কোটি ৬৩ লাখ ৭২ হাজার টাকা এবং বিতরণ করা হয়েছে ৫৩ কোটি ৮৯ লাখ টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা প্রায় ৬৭ লাখ ৯২ হাজার এবং উপকারভোগী লোক সংখ্যা ৩ কোটি ২৪ লাখ ৩০ হাজার জন।

শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১৭ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ১৮ হাজার ৭২৮ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৬৩টি এবং লোক সংখ্যা ৮ লাখ ৮৯ হাজার ১০৫ জন। বাসস

Place your advertisement here
Place your advertisement here