• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

দেশে এই প্রথম পোশাক শ্রমিকদের জন্য কোয়ারেন্টিন সেন্টার 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাস(কভিড-১৯) আক্রান্ত পোশাক শ্রমিকদের জন্য প্রথমবারে মতো সাভার শিল্পাঞ্চলে আলাদা কোয়ারেন্টিন সেন্টার চালু করেছে একটি প্রতিষ্ঠান। ১২০ বেডের এই সেন্টার নিজস্ব কারখানার পোশাক শ্রমিকদের জন্য তৈরি করেছে আল-মুসলিম গ্রুপ।

এই কোয়ারেন্টিন সেন্টারে চিকিৎসা বিষয়ক সহযোগিতা দেবে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। এছাড়াও সেন্টারে নিজস্ব ২০ জনের একটি মেডিকেল টিম কাজ করবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানাটির প্রশাসন বিভাগের মহা ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ মতিন জানান, তাদের কারখানায় প্রায় ১৫ হাজার শ্রমিক কাজ করেন। এরই মধ্যে ৬০টি বেড পুরোপুরি প্রস্তুত আছে। উপসর্গ দেখা দিলে যেকোনো শ্রমিককে সহজেই তারা সেন্টারে নিতে পারবেন।

তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় নিজস্ব মেডিকেল টিমের মাধ্যমে করোনা উপসর্গের শ্রমিকের নমুনা সংগ্রহ করা হবে। এই কারখানায় এখন পর্যন্ত ৯ শ্রমিকের করোনা শনাক্ত হয়েছে। মিরপুরের লালকুটির হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছেন।

Place your advertisement here
Place your advertisement here