• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

করোনা মোকাবিলায় যোগ দিলেন দুই হাজার নতুন চিকিৎসক 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সারা দুনিয়ার স্বাস্থ্য ব্যবস্থা। মানুষের সেবা করতে গিয়ে জীবন দিয়েছেন অসংখ্য ফ্রন্টলাইনার যোদ্ধা চিকিৎসক। বাংলাদেশেও আক্রান্ত হচ্ছেন অনেক চিকিৎসক। পাঠাতে হচ্ছে কোয়ারিন্টিনে। এ বাস্তবতায় প্রজ্ঞাপন জারির মাত্র সাত কর্মদিবসের মধ্যে কাজে যোগ দিলেন দুই হাজার সহকারী সার্জন।

বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতিতে ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে যোগ দেয়াকে চিকিৎসক হিসেবে নেয়া শপথ বাস্তবায়নের সুযোগ বলে মনে করেন নতুন নিয়োগ প্রাপ্তরা। বিশেষ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অংশ নেয়া চিকিৎসকরা জানালেন মহামারী পরিস্থিতিতে নিয়োগ পেয়ে তাঁরা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসকদের সুরক্ষায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের সুরক্ষায় সরকার সব ব্যবস্থা নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় আক্রান্ত রোগী এবং আক্রান্ত যারা হয়নি তাদের চিকিৎসাও আপনারা করবেন। চিকিৎসাতে কোনো ভেদাভেদ করা যাবে না।

৩৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ না থাকায় নিয়োগ না পাওয়াদের মধ্য থেকে এবার নিয়োগ দেয়া হলো।
 

Place your advertisement here
Place your advertisement here