• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জরুরী নির্দেশনা         

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু নির্দেশনা দিয়েছে। গতকাল মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাগুলো হচ্ছে- সকল বেসরকারি হাসপাতাল/ ক্লিনিকসমূহে সন্দেহভাজন করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা থাকতে হবে, চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদফতরের ‘কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’ সঙ্গে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে হবে, দীর্ঘদিন ধরে যে সকল রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসাসেবা গ্রহণ করছেন কিন্তু তারা করোনা আক্রান্ত না-তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে এই সব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here