• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

কাহারোলে বস্তায় সবজি চাষ করে সাফল্য

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের কাহারোল উপজেলার ১নং ডাবোর ইউনিয়নের রাঙ্গাচাটা এলাকার জোতমুকুন্দপুর গ্রামের কৃষক হেম বাবু ৫০ শতক জমিতে লাউ চাষ করে ৪ লক্ষ টাকা পাওয়ার সম্ভবনা। ইতোমধ্যে জমি হতে ২ লক্ষ ৫০ হাজার টাকার লাউ বিক্রি করে লাউ চাষী। সোমবার সকাল ১১ টায় তার লাউ ক্ষেতে গিয়ে দেখা যায় থোকায় থোকায় লাউ ঝুলছে মাচানে। গতকাল প্রতি পিছ লাউ বিক্রি করেছেন তার জমিতে ৩৫ টাকা পিছ। এ যাবৎ তার খরচ হয়েছে ত্রিশ হাজার টাকা। আরোও বিশ হাজার টাকা খরচ হবে বলে লাউ চাষী জানান। তিনি আরো ২ লক্ষ টাকার লাউ বিক্রি করবেন বলে আশা ব্যক্ত করছেন।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায় দিনাজপুর টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প কৃষি অধিদপ্তর কাহারোল খরিপ ২/২০২৩-২০২৪ সুলতান জাতের লাউ এর বীজসহ বিভিন্ন উপকরণ দিয়েছিলেন জোতমুকুন্দপুর গ্রামের কৃষক হেম বাবুকে। কৃষি বিভাগের সার্বিক তত্বাবাধনে ও সহযোগিতায় এবং কৃষি উপসহকারি কর্মকর্তা  এ,এম,এস আবদুর রহিমের সার্বিক পরামর্শে লাউ চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক হেম বাবু। কৃষক হেমবাবু বলেন আমি মানুষের জমি বর্গা নিয়ে বিভিন্ন জাতের সবজি কফি সহ শীতকালীন ফসল আবাদ করছি। কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ বলেন, কাহারোল উপজেলায় সবজি উৎপাদনের জন্য কৃষকদের প্রদশনী দেওয়া হচ্ছে এবং পাশাপাশি সকল প্রকার সবজি আবাদের জন্য সহযোগিতা করা হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here