• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় কর্মচারীদের জাতীয়করণের দাবিতে মানববন্ধন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

"এক দফা এক দাবি, জাতীয়করণ ন্যায্য দাবি" এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী কাম-প্রহরী পদটি রাজস্ব খাতে স্থানান্তরের এক দফা দাবিতে মানববন্ধন ও ইউএনও'র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী কাম-প্রহরীদের চাকুরি জাতীয়করণের দাবি আদায় সমন্বয় পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী কাম-প্রহরীরা অংশ নেয়। এ সময় আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় কর্মচারীদের পক্ষে বিভিন্ন যৌক্তিক দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, আনোয়ারুল ইসলাম, নয়ন সরকার, রিপন মিয়া, ফারুখ হোসেন, আলতাফ হোসেন প্রমুখ।

বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরী কাম-প্রহরী পদটি রাজস্ব খাতে স্থানান্তরসহ বেতন বৃদ্ধি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here