• মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৯ ১৪৩১

  • || ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

নীলফামারীতে মন্দিরের প্রতিমা ভাংচুর, নারী আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মন্দিরের প্রতিমা ভাংচুর করার ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে আটক করা হয়েছে।উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড় ভিটা চন্দন পাঠ বটতলা সার্বজনীন কালী মন্দিরে ভাংচুর করে মানসিক ভারসাম্যহীন মোছা: কমলা বেগম (৪৫)। তিনি উপজেলার বিন্নাকুড়ি বাজার এলাকার মৃত মতিয়ার রহমানের মেয়ে।

স্থানীয়রা জানায় মানসিক ভারসাম্যহীন ওই নারী কালী প্রতিমার হাত ও মাথা ভেঙে ফেলেছে। প্রতিমা ভাংচুর করার পর মন্দিরে থাকা কাসার বাটি ও থালা চুরি করে যাবার সময় এলাকাবাসী তাকে আটক করে।

স্থানীয়রা আরো জানায়, ওই নারী উক্ত এলাকায় বিভিন্ন সময় বিভিন্ন রকম পাগলামি কর্মকাণ্ড করেছে। তবে এ বিষয়ে উক্ত এলকার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে কোন নেতিবাচক প্রতিক্রিয়া নেই বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত আটক নারী বর্তমানে কিশোরগঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Place your advertisement here
Place your advertisement here