• সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৮ ১৪৩১

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ছাত্র আন্দোলনে নিহত নয়নের দাফন সম্পন্ন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নয়ন আহমেদের (২৬) জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা গ্রামের চাত্রারপাড়ে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।নিহত নয়ন আহমেদ উপজেলার দক্ষিণ গোবধা গ্রামের লোকমান আহমেদের ছেলে।

জানাজায় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল (আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে সম্ভাব্য প্রার্থী), জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, আদিতমারী উপজেলা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু, আদিতমারী উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় গোবধা গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম জানান, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের লোকমান হোসেনের ছেলে নয়ন মিয়া। তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তার তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তিনি রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। গত ৪ আগস্ট দুপুরে কাঁঠালবাগান এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে পড়েন তিনি। এ সময় তার মাথায় গুলি লাগে। এতদিন ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছিল। প্রায় দেড় মাস পর গত শুক্রবার রাতে চিকিৎসাধীন আবস্থায় মারা যান নয়ন মিয়া।

Place your advertisement here
Place your advertisement here