• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

খাবারের সন্ধানে লোকালয়ে মুখপোড়া হনুমান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের ফুলবাড়ীতে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে একটি মুখপোড়া হনুমান। উপজেলা শহরের বাসাবাড়ি, দোকানপাট থেকে খাবার তুলে নিচ্ছে হনুমানটি। কয়েকদিন ধরে শহরের নিমতলাসহ বিভিন্ন এলাকায় হনুমানটি অবস্থান করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, খাবারের খোঁজে দলছুট হয়ে লোকালয়ে এসেছে এ হনুমান। কয়েকদিন ধরে ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় হনুমানটি ঘোরাফেরা করছে। বিষয়টি জেনেও উদ্ধার করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ নেই সংশ্লিষ্টদের। উৎসুক জনতা হনুমানটিকে আপেল, কলা, পাউরুটিসহ বিভিন্ন রকমের খাবার খেতে দিচ্ছে।

কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড়ে একমাত্র কলার দোকানি শিল্পী রানী। শনিবার তিনি প্রতিদিনের মতো কলার দোকান নিয়ে বসেন। দোকানে থরে থরে সাজিয়ে রেখেছে চিনি চম্পা, সাগর, মালভোকের মতো বিভিন্ন জাতের কলা। দুপুর আড়াইটার দিকে চলে আসে সে হনুমানটি। পরে সেখান থেকে তিনটি কলা খেয়ে পাশের প্রাথমিক বিদ্যালয়ের গেটের ওয়ালে উঠে বসে।

স্থানীয় সাংবাদিক কাঁটাবাড়ী বাংলা স্কুল মোড়ের বাসিন্দা মো. হারুন-উর-রশীদ জানান, হনুমানটি দেখেছি। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে হনুমানটি লোকালয়ে প্রবেশ করেছে। এর আগেও আমাদের উপজেলায় একই রকম হনুমান দেখা গিয়েছিল।

Place your advertisement here
Place your advertisement here