• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের কর্মবিরতি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খিলালগঞ্জ বাজার সংলগ্ন গঙ্গা ফাউন্ড্রি (আরএফএল দূরন্ত বাইক) লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ ১৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন।

শনিবার দুপুরে ফ্যাক্টরির সামনে ৫০০ থেকে ৬০০ শ্রমিক এ কর্মবিরতি পালন করেন। পরে গঙ্গাচড়ার ওসি এবং সেনাবাহিনী একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকরা আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়।

জানা যায়, দুপুরে ফ্যাক্টরির সামনে শ্রমিক শাহ আলম এবং শ্রী নিতায় কুমারের নেতৃত্বে শ্রমিকদের ন্যূনতম মূল বেতন ১২৫০০ টাকাসহ ১৭ দফা দাবি তুলে ধরেন। এ সময় গঙ্গাচড়ার ওসি ও সেনাবাহিনী একটি টিম ঘটনাস্থলে আসে।

পরবর্তীতে শ্রমিকদের একটি দল নিয়ে ফ্যাক্টরির অভ্যন্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই আরএফএল দূরন্ত বাইকের এমডি একটি অডিও বার্তা পাঠান এবং সেখানে শ্রমিকদের সব দাবি-দাওয়া মেনে নেয়ার আশ্বাস দেন।

তবে, গঙ্গা ফাউন্ড্রি (আরএফএল দূরন্ত বাইক) ফ্যাক্টরিতে শ্রমিকদের কোনো সংগঠন না থাকায় আরো বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই শ্রমিকদের ভোটের মাধ্যমে সংগঠন তৈরি করার নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে মালিকপক্ষ দাবি মেনে নেয়ায় শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেন।

Place your advertisement here
Place your advertisement here