• মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

ঘুমন্ত অবস্থায় সাপের ছোবল, হাসপাতালে নেয়ার আগেই ২ জনের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে সাপের ছোবলে জান্নাত ও আদিত্য নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই শিশুকেই ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপ ছোবল দেয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের ১২ বছর বয়সী মেয়ে জান্নাত প্রতিদিনের ন্যায় বাড়িতে ঘুমিয়েছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ ছোবল দেয়। এতে সে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। এ অবস্থায় হাসপাতালে নেয়ার পথেই মারা যায় জান্নাত।

অন্যদিকে, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে সাত বছর বয়সী আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে ছোবল দেয়। পরে হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে ছোবলে দিয়েছে। ছোবলে দেওয়ার পর বেশ কয়েকবার বমিও করে সে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। পরে ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায় আদিত্য।

এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, সাপের ছোবলে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। সবাইকে সচেতন হওয়া জরুরি।

Place your advertisement here
Place your advertisement here