• রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৪ ১৪৩১

  • || ০৩ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

চিরকুট লিখে প্রাণ দিলেন হাবিপ্রবির শিক্ষার্থী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুপম রায় নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি চিরকুট উদ্ধার করা হয়।

নিহত অনুপম কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) অনুষদের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তার সহপাঠীদের মাধ্যামে জানা যায়, পারিবারিক সমস্যাজনিত কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

জানা গেছে, বুধবার (১৭ জুলাই) দিনাজপুর সদরে অবস্থিত বন্ধন ছাত্রাবাস (বাসটার্মিনাল সংলগ্ন এলাকা) থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে মেসের শিক্ষার্থীরা সারাদিন ধরে রুমের দরজা বন্ধ দেখে সন্দেহ করে। এরপর সন্ধ্যায় তারা জানালা খুলে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

দিনাজপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন জানান, খবর পেয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। পাশাপাশি একটি চিরকুট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, চিরকুটে আত্মহত্যা নিজে করেছেন বলে উল্লেখ করা হয়েছে। পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় এবং চিরকুটে থাকা নিজ স্বীকারোক্তির ভিত্তিতে সন্দেহ না থাকায় সিনিয়র পুলিশ কর্মকর্তারা মিলে আমরা লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করি। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here