• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

কল্যাণপুর থেকে ৭ কেজি সোনা উদ্ধার

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

রাজধানীর কল্যাণপুর থেকে ৫৬টি সোনার বার উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ৪ জনকে আটক করা হয়।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা সোনার ওজন ৬ কেজি ৯৯০ গ্রাম।

তারা হলেন মো. লিটন হোসেন (৩০), মো. আমিনুর (২৩), মো. শাহ আলম (৩২) ও আয়শা বেগম (৪০)। র‌্যাব বলেছে, তারা সংঘবদ্ধ আন্তর্জাতিক সোনা চোরাচালানকারী চক্রের সদস্য।

র‌্যাব-২ এর মেজর রুহুল আমিন ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগেও র‌্যাব-২ অবৈধ সোনা পাচারের দুটি ঘটনায় কয়েকজন সোনা পাচারকারী চক্রের সদস্য আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।

তিনি আরো বলেন, তাদের দেয়া তথ্যে অভিযান চালানো হয়। এতে আন্তর্জাতিক সোনা পাচার চক্রের এক নারীসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি ৯৯০ গ্রাম সোনাও উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, আগের মতোই তারা সোনার বারগুলো নিয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। সেখান থেকে ভারতে যাওয়ার কথা ছিল।

তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান মেজর আমিন।

Place your advertisement here
Place your advertisement here