• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

রংপুরে অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

রংপুরে ডিআইজি অফিসের সম্মেলনকক্ষে বুধবার বিকেলে মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা হয়েছে।

সভায় অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

রংপুর বিভাগের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ডিআইজি।

পুরষ্কারপ্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ সার্কেল পঞ্চগড় সদর সার্কেল, শ্রেষ্ঠ এসআইসহ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা দিনাজপুর কোতোয়ালি থানার এসআই রেজাউল করিম, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট লালমনিরহাট, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তালিমকারী কর্মকর্তা জলঢাকা থানার এসআই ওসমান গনি, সূত্রহীন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করায় সাঘাটা থানার এসআই সাহাদত হোসেন, শ্রেষ্ঠ এএসআই গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিকী, শ্রেষ্ঠ থানা গোবিন্দগঞ্জ থানা ও শ্রেষ্ঠ এসপি নীলফামারীর এসপি।

রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মজিদ আলী, ঠাকুরগাঁও এসপি মনিরুজ্জামান, কুড়িগ্রামের এসপি মেহেদুল করিম, পঞ্চগড়ের এসপি গিয়াস উদ্দিন আহমেদ, পিবিআই এসপি হুমুয়ুন করীর, রংপুরের এসপি মিজানুর রহমান, লালমনিরহাটের এসপি এস এম রশিদুল হক, গাইবান্ধার এসপি আবদুল মান্নান মিয়া, দিনাজপুরের এসপি সৈয়দ আবু সায়েম, নীলফামারীর এসপি মুহাম্মদ আশরাফ হোসেন, রেঞ্জ ডিআইজি অফিসের এসপি আব্দুল লতিফ, সিআইডির সহকারী এসপি অহিদুর রহমান।

Place your advertisement here
Place your advertisement here