• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

সিসি ক্যামেরার আওতায় রংপুর নগরী ব্যবস্থাপনায় মেট্রোপুলিশ

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বিভাগীয় নগরী রংপুরে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধীদের সনাক্তে পুরো নগরীতে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) দপ্তরে মাসিক অপরাধ বিষয়ক সভায় পুরো নগরীকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনার এ সিদ্ধান্ত নেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আব্দুল আলীম মাহমুদ। সভায় সিদ্ধান্ত হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ দমনে নগরীর প্রবেশ পথ ও বহির্গমন পথ এবং সকল গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হবে। গুরুত্বপূর্ণ সকল শপিংমল, মার্কেট, বহুল বাণিজ্যিক ভবন, আবাসিক এলাকায় ব্যক্তিগত খরচেই লাগাতে হবে এসব ক্লোজড সার্কিট ক্যামেরা। এক্ষেত্রে আরপিএমপি শুধু এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ক্যামেরা স্থাপনের বিষয়টি তদারক করবে। বিষয়টি নিশ্চিত করে আরপিএমপির অতিরিক্ত কমিশনার (তদন্ত) শহিদুল্লাহ কায়সার বলেন, ‘নগরবাসীর জননিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ দমনে নগরীর প্রবেশ পথ ও বহির্গমন পথ এবং সকল গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হবে। আরপিএমপি সূত্রে জানা যায়,রংপুর নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপারাধীদের সনাক্তে নগরীর বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হবে। যার জন্য একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষও খোলা হয়। আরপিএমপি সূত্র জানায়, স্থাপিত প্রত্যেকটি ক্যামেরার ১শ মিটারের মধ্যে যানবাহনসহ লোকজনের চিত্র শতভাগ ক্যামেরায় ধারণ করা যাবে। কিছুটা অস্পষ্ট অবস্থায় ৪শ’ মিটারের মধ্যে গাড়ির নম্বরসহ সার্বিক চিত্র ক্যামেরায় ধারণ করা যাবে। নগরীতে গাড়ি চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন দুর্ধর্ষ অপরাধের অধিকাংশই সংঘটিত করে বাইরের দুর্বৃত্তরা। তারা নগরীতে এসে অপরাধ সংঘটিত করে দ্রুত পালিয়ে যায়। এতে অপরাধীদের শনাক্ত করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। এখন পুরো নগরীকে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনা হলে এসব অপরাধীদের সনাক্তে অনেক কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন আরপিএমপির কর্মকর্তারা। এছাড়া নিয়মিত চেকপোস্ট বসিয়ে অবৈধ যানবাহনে তল্লাশি জোরদার ও মাদক-দেহ ব্যবসার বিরুদ্ধে অভিযান জোরদার করার নির্দেশ দেন পুলিশ কমিশনার। সভায় রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,আরপিএমপির দুই অতিরিক্ত কমিশনার, সকল উপ কমিশনার, সহকারি কমিশনার ও প্রত্যেক থানার ওসিগণ উপস্থিত ছিলেন

Place your advertisement here
Place your advertisement here