• শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৬ ১৪৩১

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

মাগুরায় আশার ৭০০ প্যাকেট খাদ্য সহায়তা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

মাগুরায় অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা আশা মাগুরা সদর ব্র্যাঞ্চ। তারা মাগুরা সদর উপজেলার গরীব, দুস্থ ও অসহায় মানুষের জন্য ৭ শ’ প্যাকেট খাদ্য সামগ্রী ডিসি ড. আশরাফুল আলম ও সদর ইউএনও আবু সুফিয়ানের নিকট প্রদান করেছে । 

সোমবার সকাল সাড়ে ১০টায় ইউএনও আবু সুফিয়ানের নিকট ২ শ’ প্যাকেট ও বিকাল ৩টায় ডিসি ড. আশরাফুল আলমের নিকট ৫শ’ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করা হয়। 

এ সময় আশার ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক, জেলা ম্যানেজার শহিদুল  ইসলাম, রিজিওনাল ম্যানেজার মো. কামরুজ্জামান ও সদর ব্র্যাঞ্চ ম্যানেজার মাহবুবুল আলম উপস্থিত ছিলেন । 

উত্তম কুমার ভৌমিক জানান, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় আশার সহযোগিতায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে । আমরা আজ মাগুরা ডিসি ও সদর ইউএনওর নিকট ৭শ’ খাদ্য সহায়তা প্রদান করেছি । এখানে প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল ও ১ কেজি লবন রয়েছে।  পাশাপাশি জেলার শ্রীপুর ,শালিখা ও মহম্মদপুর উপজেলায় ২শ’ করে প্যাকেট দেয়া হয়েছে ।

Place your advertisement here
Place your advertisement here